রোববার আদালতে জামিন চাইবেন পরীমণি
রোববার (১০ অক্টোবর) আদালতে হাজির হয়ে পরীমণি জামিন আবেদন করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এদিন তার আদালতে হাজিরার তারিখ ঠিক রয়েছে। জানালেন পরীমণি আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি।
তিনি বলেন, রোববার পরীমণির মামলার হাজিরার দিন ঠিক রয়েছে। এ জন্য পরীমনি আদালতে হাজিরা দেবেন। আদালত তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত পরীমণিকে জামিন দিয়েছিলেন। এখন তো এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাই পরীমণিরর জামিন চেয়ে আবেদন করা হবে।
গেলো ৪ আগস্ট রাতে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে আটক করা হয়। ওই সময় তার বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়। পরদিন র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর পরীকে গ্রেপ্তার দেখানো হয়।
গেলো ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।
২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন।