তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় ৩ মরদেহ উদ্ধার
রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো দুই শিশু ও এক নারীর। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। এ দুর্ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছে। জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে ঘটনা স্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে তারা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম জানান, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।