আর্কাইভ থেকে শিক্ষা

এখনই খোলা হচ্ছে না ঢাবির হল: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনই হল খোলা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. আক্তারুজ্জামান। তবে চলমান পরীক্ষা শিক্ষার্থীদের সম্মতি সাপেক্ষে হতে পারে। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের সভা শেষে এমনই সিদ্ধান্ত জানান তিনি।

ভিসি বলেন, টিকা দেওয়ার পরই হল খোলা ও ক্লাস চালু হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও মহামারিতে জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ১৭ মে হল খোলা হবে। ১৭ এপ্রিলের মধ্যে টিকার আওতায় আনা হবে।

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও যৌক্তিক কারণে হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন