‘বিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা’
বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের নবনির্মিত জুড়ী থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে কারা সাইবার ক্রাইম করছেন, তা আমরা পর্যবেক্ষণ করছি।যারা এতে জড়িত দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওদের নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে ফেসবুক ও ইউটিউবের কাছে সহযোগিতা চেয়েছি আমরা।’
তিনি বলেন, ‘যে যে দেশে অবস্থান করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন;আমরা বিষয়টি সেই দেশকে জানাচ্ছি। সবকিছু তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এসময় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জোহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এস