আর্কাইভ থেকে ক্রিকেট

মোহাম্মদ নবিকে অধিনায়ক করে আফগান দলে পরিবর্তন

প্রাথমিক দল ঘোষণার সময় অধিনায়কের মতের গুরুত্ব না দেয়ায় নেতৃত্ব ছেড়ে দেন রশিদ খান। তাই নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে আগ্রহ ছিল। অবশেষে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ মোহাম্মদ নবির নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে আগের ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তনও এনেছে এসিবি। 

১৫ জনের স্কোয়াড মেলাতে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন শারফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কায়েস আহমেদ, আফসার জাজাই। ঢুকেছেন ফরিদ আহমেদ, সামিউল্লাহ শিনওয়ারি, ফজলহক ফারুকি।

আগের ঘোষিত আফগান স্কোয়াডে ছিলেন শারফুদ্দিন আশরাফ আর দৌলত জাদরান। এখন তাদেরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। তবে শাপুর জাদরান আর কায়েস আহমেদের রিজার্ভেও জায়গা হয়নি।

বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে স্কোয়াডে এ পরিবর্তন আনে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
 
ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুযায়ী রোববার (১০ অক্টোবর) পর্যন্ত অংশগ্রহণকারী দেশগুলো স্কোয়াডে পরিবর্তন সুযোগ আছে। এ দিনই নিজেদের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিয়েছে এসিবি।

রিজার্ভ হিসেবে থাকা ফরিদ আহমাদ মালিক মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন। তিনি ১৬ টি-টোয়েন্টিতে ২১ উইকেট শিকার করেছেন। তবে ওভার প্রতি প্রায় ৮ এর বেশি রান খরচ করেছেন তিনি। অলরাউন্ডার সামিউল্লাহ সিনওয়ারি ‍ও ২১ বছর বয়সী পেসার ফজলহক ফারুকি এখন রিজার্ভে জায়গা পেয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ রাউন্ডে খেলবে আফগানিস্তান। সুপার টুয়েলভে গ্রুপ ‘২’ এ আছে আফগানরা। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় সরাসরি সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।

আফগানিস্তান স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমতউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, হাসমতউল্লাহ শহিদি, আসগর আফগান, গুলবদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমাদ মালিক, নাভিন উল হক।

রিজার্ভ
শরাফউদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দৌলত জাদরান, ফজল হক ফারুকি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন