আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৮২, মৃত্যু ২

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১৮২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার নানা সরকারি-বেসরকারি হাসপাতালে ১৪৩ জন এবং রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন। আর এসময়ে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ও মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই ঢাকার বাসিন্দা।
 
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯১৬ রোগী ভর্তি আছেন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে রয়েছেন ৭৪২ জন এবং অন্যান্য বিভাগের নানা হাসপাতালে আছেন ১৭৪ জন।
 
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত হাসপাতালে মোট ২০ হাজার ৫১৮ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫২২ জন।আর এ সময়ে ৮০ জন মারা গেছেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন