আর্কাইভ থেকে বাংলাদেশ

শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারের মুখ দেখল বাংলাদেশ। লিটন-মুশফিকদের ৩৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এর ফলে জয় ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করলো টিম বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর মাস্কাটে তাদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড।  

বিশ্বকাপের মঞ্চেও যে এমন কিছু হতে পারে, তা বুঝিয়ে দিলো আয়ারল্যান্ড। ছন্নছাড়া বোলিং, হতশ্রী ব্যাটিংয়ে আবু ধাবিতে বাজে দিন কাটাল বাংলাদেশ। টস জিতে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৭ রান তোলে। জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৪৪ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং-বোলিং পারফরম্যান্স কিছুটা আশা দেখিয়েছিল। কিন্তু আইরিশদের বিপক্ষে সবকিছুই এলোমেলো। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশ হারায় নাঈম শেখকে। ফর্মের সাথে ধুঁকতে থাকা ওপেনার ৪ বলে ৩ রান করে ক্রেইগ ইয়ংয়ের বলে ক্যাচ তুলে দেন সিমি সিংয়ের হাতে। পরের ওভারে লিটন (৩ বলে ১ রান) জশ লিটলের বলে বোল্ড হলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। চার নম্বরে নেমে থিতু হতে পারেননি মুশফিকুর রহিমও। ৪ বলে ৪ রান করে ইয়ংয়ের বলে বোল্ড হন তিনি।
 
সেই পথ ধরে একে একে ফিরেছেন আফিফ, শামীম, মেহেদিরা। ব্যতিক্রম ছিলেন কেবল সৌম্য-সোহান। আগের ম্যাচে ৩৪ করা সৌম্য এদিন করেন ৩৭। আর স্বভাবসুলভ ব্যাটিংয়ে ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন সোহান। এই দুজনের ব্যাটে চড়ে কেবল পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে বাংলাদেশ। আইরিশদের হয়ে তিন উইকেট নিয়েছেন মার্ক এডায়র। 

এর আগে আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে গিয়ে ৩ উইকেটে ১৭৭ রান করেছে আয়ারল্যান্ড। চারে নেমে  ৫০ বলে ৩ চার, ৮ ছক্কায় ৮৮ রানে অপরাজিত ছিলেন ডেলনি। বাংলাদেশি বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন কেবল তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৬ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন এই পেসার। 

তবে এদিব যাচ্ছেতাই পারফরম্যান্স করেছেন মোস্তাফিজ-নাসুম-শরিফুল। আইপিএল ফেরত কাটার মাস্টারের ৪ ওভার থেকে ৪০ রান নিয়ে নেয় আইরিশরা। প্রথম ওভারে উইকেট পেলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ করেছেন হতাশ। ৩ ওভারেই তিনি দিয়েছেন ৩৩ রান। আরেক পেসার শরিফুল শেষ দিকে মার খেয়েছেন। তার ৪ ওভার থেকে এসেছে ৪১ রান!

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ১৭৭/৩ (২০ ওভার)

(ডেলনি ৮৮*; তাসকিন ৪-০-২৬-২, মোস্তাফিজ ৪-০-৪০-০)

বাংলাদেশ: ১৪৪/১০ (২০ ওভার)

(সোহান ৩৮, সৌম্য ৩৭; ইয়ং ২/২১ মার্ক এডায়র ৩/৩৩) 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন