আর্কাইভ থেকে ইউরোপ

যুক্তরাজ্যে টমেটো নিয়ে কাড়াকাড়ি

ব্যাপকভাবে সবজির ঘাটতি দেখা দিয়েছে যুক্তরাজ্যে। সরবরাহ ঘাটতির কারণে দেশটির সুপারশপগুলোতে পর্যাপ্ত টমেটো পাওয়া যাচ্ছে না। ক্রেতারা নিজেদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন না। কেনাকাটায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের।

যুক্তরাজ্যের তৃতীয় বড় সুপারশপ আসডা টমেটো, গোলমরিচ, শসা, লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাস্পবেরি কেনার ক্ষেত্রে অস্থায়ীভাবে তিন প্যাকের সীমা চালু করেছে।

প্রতিবেদনে শপিংমলটির একজন মুখপাত্র জানান, অন্যান্য সুপারশপের মতোই কিছু পণ্যের ক্ষেত্রে আমরাও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এসব পণ্য দক্ষিণ স্পেন ও উত্তর আফ্রিকায় জন্মায়।

তাদের প্রতিদ্বন্দ্বী শপ মরিসনস টমেটো, শসা, লেটুস ও মরিচ কেনার ক্ষেত্রে প্রতি গ্রাহকের জন্য সর্বোচ্চ দুটি নির্ধারণ করা দেওয়ার কথা জানিয়েছে।

তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ছবিতে দেখা গেছে, সুপারশপগুলোর তাক ফল ও সবজিশূন্য। অনেক জায়গায়ই পাওয়া যাচ্ছে না টমেটো।

 

এ সম্পর্কিত আরও পড়ুন