আর্কাইভ থেকে ক্রিকেট

বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালটা দারুণ কেটেছে টাইগার এই অলরাউন্ডারের। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ অবদান রেখেছেন তিনি। সেটার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বর্ষসেরা একাদশে জায়গা করে নেন মিরাজ।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেওয়ার একটি স্মারক ক্যাপ পেয়েছেন মিরাজ। যেটি নিয়ে আজ বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে কোচ ও সতীর্থদের সঙ্গে নিয়ে ফটোসেশন করেন তিনি।

জাতীয় দলে অভিষেকের পর ২০২২ স্বপ্নের মতো কাটিয়েছেন মিরাজ। মোট ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে বল হাতে মিরাজ তুলে নিয়েছেন ২৪ উইকেট। গড় ছিল ২৮.২০। এরমধ্যে সেরা পারফরম্যান্স ছিল ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেওয়া।

এছাড়াও ব্যাট হাতে তুলে নিয়েছেন ৬৬ গড়ে ৩৩০ রান। এরমধ্যে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেয়ার স্মৃতিও রয়েছে। এছাড়াও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতানোর নায়কও ছিলেন মিরাজ।

এ সম্পর্কিত আরও পড়ুন