আর্কাইভ থেকে বাংলাদেশ

১১ ঘণ্টা পর থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা সচল

প্রায় ১১ ঘণ্টা পর দেশে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা সচল হয়েছে।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টা থেকে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। বিকেল ৪টা থেকে গ্রাহকেরা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা পাচ্ছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম জানান, ধীরে ধীরে কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই সারাদেশে ইন্টারনেট সেবা স্বাভাবিক অবস্থায় ফিরবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, বিভিন্ন মোবাইল অপারেটরের সাথে ডাটা নেটওয়ার্কিং নিয়ে কাজ চলছে। আশা করি আজকের দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।

এ বিষয়ে মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএসে লেখা হয়েছে- প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা না গেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন