কাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন
মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি প্রস্তুত। আগামীকাল বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর-১০ স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা যায়, শেষ প্রস্তুতি হিসেবে স্টেশনের পরিচ্ছন্নতার কাজ চলছে। মিরপুর-১০ স্টেশনের মধ্য দিয়ে প্রথম কোনো জনবহুল এলাকায় মেট্রো স্টেশন চালু হচ্ছে। এর আগে চালু হওয়া উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু হলেও কোনো স্টেশন জনবহুল এলাকায় ছিল না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানিয়েছেন, ১ মার্চ থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করার কথা। সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১০ স্টেশনে যাত্রী চলাচল শুরু হবে। এর আধা ঘণ্টা আগে সকাল ৮টা থেকে স্টেশন যাত্রীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেন, আগামীকাল আমাদের অপারেশন টিম মিরপুর-১০ স্টেশন খুলে দেবে। আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে।
অন্যদিকে বিভিন্ন টাকার নোটে টিকিট কাটতে ভোগান্তির বিষয়ে তিনি বলেন, পুরাতন নোটগুলো অপারেটিং সিস্টেমে দেওয়া হয়নি, তবে নতুন নোটগুলো অপারেটিং সিস্টেমের মধ্যে দেওয়া হয়েছে। এ সমস্যার সমাধান হচ্ছে।
ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।