প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও দুই পেসার দিয়ে।
বুধবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।
দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে ইংল্যান্ড। তবে ব্যাটার ও বোলারদের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেটাররা। এখনো আছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। যাদের উপর ভরসা বাংলাদেশের।