নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে ৩ নারীর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান উল্টে তিন নারী মারা গেছেন। আহত হয়েছে প্রায় ১৫ জন।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম সাহেরা খাতুন। বাড়ি জামালপুরে।
বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম।
তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপভ্যান সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারে যাচ্ছিল। এ সময় পিকআপভ্যানটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী নিহত ও প্রায় ১৫ জন আহত হয়েছেন।
ওসি শফিকুল আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাহেরা বেগম।