সাকিবের পর তাইজুলের জোড়া আঘাত
মিরপুরে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৪৭.২ ওভার খেলে মাত্র ২০৯ রানে অলআউট হয় টাইগাররা। ২১০ রানে লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ড শিবিরে প্রথম ওভারেই আঘাত হানেন সাকিব আল হাসান। সাকিবের পর জোড়া উইকেট তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম।
নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে ইংল্যান্ডের ওপেনার ফিলিপ সল্টকে ফেরান তাইজুল। টাইগার এই স্পিনারের বলে বোল্ড হয়ে যান সল্ট।
আরও পড়ুনঃ সৌদি লিগে মাসসেরা নির্বাচিত হলেন রোনালদো
সল্টেকে ফেরানোর পর আবার ইংলিশ শিবিরে ধাক্কা দেন তাইজুল। ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন জেমস ভিন্স, তবে তা সংযোগ করতে পারেননি ব্যাটের সাথে। বল চলে যায় উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকের হাতে। স্ট্যামপিং করতে ভুল করলেন না মুশি। ৯ বল খেলে ভিন্স করেন মাত্র ৬ রান।