এবার ভূমিকম্পে কাঁপলো মেক্সিকো
মেক্সিকোর ওক্সাকা অঞ্চলে আঘাত হেনেছে ৫.৭ মাত্রার ভূমিকম্প। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
বুধবার (১ মার্চ) ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ ভূমিকম্পের খবর নিশ্চিত করে। সংবাদ সংস্থা রয়টার্সের দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এখনো গুরুতর ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
মেক্সিকো প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে প্রদক্ষিণ করে ফল্ট লাইনের একটি চাপ যা বড় ভূমিকম্পের প্রবণ।
এর আগে সেপ্টেম্বরে, একটি শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্প পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে আঘাত হানে, দুইজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়।
১৯৮৫ সালের ভূমিকম্পের ১০ হাজারেরও বেশি লোক মারা গেছেন। ২০১৭ সালে ভূমিকম্পে ৩৭০ জন নিহত হয়েছিল।