আর্কাইভ থেকে দেশজুড়ে

নিখোঁজের ১২ দিন পর দুই জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারের ডাকাতির ঘটনায় নিখোঁজের ১২ দিন পর দুই জেলের মরদেহ উদ্ধার হয়। কিন্তু এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন, বরগুনা সদর উপজেলার ঢলুয়া এলাকার আবুল কালাম (৫৫) ও তালতলা উপজেলার চামোপাড়া গ্রামের কাইয়ুম মাঝি (৩৮)।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, আব্দুল আলীম (৫৫), ফরিদ মিয়া (৩৮) ও খায়রুল ইসলাম (৪০)।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গেলো মাসের ১৭ তারিখ বরগুনার ট্রলার ‘এফবি ভাই ভাই’ মাছ শিকারে যাওয়ার সময় বঙ্গোপসাগরের বয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে। তখন ট্রলারে থাকা নয় জেলে ডাকাতের হামলা থেকে বাঁচার জন্য সাগরে ঝাঁপ দেন। পরে গত ২০ ফেব্রুয়ারি সাগরে মাছ শিকারে যাওয়া অন্য একটি ট্রলারের জেলেরা চারজনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্য চিকিৎসাধীন এক জেলের মৃত্যু হয়।

এদিকে অন্য পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। কিন্তু বুধবার বিকেল ৫টার দিকে দুই জেলের মরদেহ উদ্ধার করে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধার অভিযান পরিচালনাকারী একটি ট্রলার। এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন।

সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ ঘটনার পর থেকে মালিক সমিতির একটি ট্রলার উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ট্রলারের লোকজন বুধবার বিকেলে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে। তবে উদ্ধার অভিযান চলমান আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন