বিদ্যুতের দাম বৃদ্ধি করা ছাড়া সরকারের বিকল্প ছিলো না : কৃষিমন্ত্রী
দুই মাসে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর কারণে কৃষকদের কষ্ট হবে, উৎপাদনও কম হবে। কিন্তু সরকার বিদ্যুতের দাম না বাড়ালে পুরো অর্থনীতির উপর প্রভাব পড়তো। এটা না করে সরকারের কাছে কোনো বিকল্প ছিলো না। বললেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২ মার্চ) নেদারল্যান্ডসের পাঁচ এমপিসহ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব বলেন কৃষিমন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কৃষিপণ্য এবং ফল নিতে চায় নেদারল্যান্ডস। আম, আনারস রপ্তানি করা হবে দেশটিতে।
তিনি বলেন, সরকারের ডেল্টা প্ল্যান এগিয়ে নিতে টেকনিক্যাল এবং ফিন্যানসিয়াল সাপোর্ট দিবে দিবে দেশটি। এ বিষয়ে তাদের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জেলে বসেও রাজনীতি করেছেন। ভারতেও এর উদাহরণ আছে। সেক্ষেত্রে খালেদা জিয়ারও রাজনীতি করতেও কোনো বাঁধা নাই। প্রকৃত রাজনৈতিক নেতাকে জেল দিয়ে রাজনীতি বন্ধ করানো যাবে না। তাই যে যেটাই বলুক আমি বুঝেশুনেই এই মন্তব্য করেছি।