আর্কাইভ থেকে দেশজুড়ে

দুপুরে খুলনা বিএমএ নেতাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধির বৈঠক

চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে খুলনায় টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন সরকারি-বেসরকারি সব হাসপাতালের রোগীরা।

গেলো বৃহস্পতিবার (২ মার্চ) খুলনা বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সভাপতি কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশনা দিলেও তা প্রত্যাহার করেনি খুলনা বিএমএ।

যদিও চিকিৎসকরা ডা. নিশাতের ওপর হামলাকারী গ্রেপ্তার ও তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরই প্রেক্ষিতে শুক্রবার (৩ মার্চ) খুলনায় আসছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম। তারা দুপুরে খুলনা বিএমএ কার্যালয়ে বিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ তথ্য জানান খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম।

এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার বেলা ১২টায় খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে খুলনা বিএমএ। এছাড়া শনিবার সন্ধ্যা ৭টায় বিএমএ’র সাধারণ সভায় পরবর্তী করণীয় নির্ধারণ করবেন চিকিৎসকরা।

চিকিৎসকদের অভিযোগ, গেলো ২৫ ফেব্রুয়ারি নগরীর একটি ক্লিনিকে ডা. নিশাত আবদুল্লাহকে মারধর করেন পুলিশের এএসআই নাঈম ও তার সঙ্গীরা। মেয়ের ভুল চিকিৎসার অভিযোগ তুলে তারা এই হামলা চালানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন