আর্কাইভ থেকে ফুটবল

চলতি মাসে মাঠে নামছেন মেসিরা, যেমন হতে পারে একাদশ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। গেল বছরের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বসেরারে শিরোপা ঘোরে তোলার পর এখন পর্যন্ত মাঠে নামেনি আর্জেন্টিনা। তবে এবার মাঠে নামছে লিওনেল মেসিরা। চলতি মার্চ মাসেই দুইটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা।

গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে দুই ম্যাচের প্রতিপক্ষ দল ও সময়-সূচি প্রকাশ করেছে। আর ম্যাচ দুটিতে বিশ্বকাপ জয়ী একাদশ নামার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনার একাধিক গণমাধ্যম।

[caption id="" align="aligncenter" width="426"]Argentina 2-1 Australia, FIFA World Cup: Messi & Co survive late onslaught to book quarterfinal spot - ARG vs AUS Highlights - Sportstar আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি[/caption]

আর্জেন্টিনার ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া মেসিদের প্রথম ম্যাচ মাঠে গড়াবে হবে ২৩ মার্চ। সেই ম্যাচে তারা বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পানামা। এর পাঁচদিন পরেই ২৮ মার্চ কিরাকাওয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন