আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে বন্যার ভয়াবহতা, নদীগর্ভে তলিয়ে গেলো আস্ত বাড়ি

ভারতে বন্যা কবলিত কেরলার কোট্টায়াম জেলার এই ভয়ঙ্কর দৃশ্যই এখন সংবাদের শিরোনামে। পানির তোড়ে মুহূর্তের মধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে আস্ত একটি বাড়ি।

শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত সুদূর দক্ষিণের এই রাজ্য। বন্যা পরিস্থিতির পাশাপাশি কোট্টায়াম এবং ইদুক্কির বেশ কয়েকটি জায়গা থেকে ভূমিধসের খবর মিলেছে। প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের জেরে কেরলে এখনও পর্যন্ত ২৬ জনের প্রাণ গিয়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পানির তীব্র স্রোতে নদীর পাড়ে থাকা আস্ত একটি দোতলা বাড়ি মুহূর্তে ধসে গিয়ে মিলিয়ে গেল নদীর পানিতে। তবে ওই সময় বাড়িটিকে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন