শান্তি পেলো ইন্দোরের পিচ
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই ইন্দোরের পিচ নিয়ে সমালোচনা উঠেছিল।এবার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টের পিচকে 'বাজে' হিসেবে অভিহিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়া শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো মাঠ ৫ বছরের মধ্যে পাঁচ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ১২ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অবশ্য আগামী ১৪ দিনের মধ্যে এই শাস্তির বিপক্ষে আবেদন করতে পারবে ।ভারত অষ্ট্রেলিয়ার শেষ ম্যাচে ৩১ উইকেটের মধ্যে ভারত ও অস্ট্রেলিয়ার স্পিনাররা পেয়েছেন ২৬ উইকেট। আগামী ৯ মার্চ আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। টেস্টটি ৯ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।