শেষ মিনিটের কাম ব্যাকে জয় পেল আর্সেনাল
খেলা শুরুর ১ মিনিটেই পিছিয়ে পড়েছিল আর্সেনাল। প্রথমার্ধে ১ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আবারও খেয়ে বসে গোল। পিছিয়ে পড়া আর্সেনাল একের পর এক আক্রমনের পসরা সাজিয়ে বসে। ৬২ ও ৭০ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচে সমতায় ফেরার পর নির্ধারিত ৯০ মিনিটে আর গোলের দেখা পায়নি দলটি। যোগ করা সময়ে রেফারির শেষ বাঁশি ফু দেবার আগে রেইস নেলসনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানারা।
আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএলে বোর্নমাউথের মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। খেলা শুরু মাত্র এক মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। ১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবার গোল পায় দলটি। এরপর মাত্র ৮ মিনিটের ব্যবধানে থমাস প্রেটি ও বেন হোয়াইটের গোলে সমতায় ফেরে মিকেল আর্তেতা দল।
সমতায় থেকে ৯০ মিনিট শেষ করার পর অতিরিক্ত সময়ে নেলসনের গোলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো আর্সেনাল। সমান ম্যাচ খেলে ৫ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে ম্যানসিটি।