সরকারের দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বেড়েছে: গয়েশ্বর
বর্তমান সরকারের দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বেড়েছে। এই সরকার দুর্নীতিবাজদের আড়তদার। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অর্থনীতির যে অবস্থা, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি ন্যূনতম বিবেক-বিবেচনা থাকত, তিনি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিতেন। কারণ, এই অর্থনৈতিক দৈন্যদশায় তার পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কঠিন। এরপর যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের রাষ্ট্র পরিচালনা করতে অনেক কাঠখড় পোড়াতে হবে।
তিনি বলেন, অনেকেই গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি করছেন। তারা খালেদা জিয়াসহ কারাগারে যেসব নেতা রয়েছেন, তাদেরও মুক্ত করিা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি এ মানববন্ধন করে।