চট্টগ্রাম পৌঁছেই অনুশীলন শুরু করলেন সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে দলীয় অনুশীলন শুরুর এক সপ্তাহ পর যোগ দিয়েছিলেন সাকিব। ওই দিনও যুক্তরাষ্ট্র থেকে সকালে ঢাকায় পৌঁছে দুপুরে মিরপুরে অনুশীলনে যোগ দেন তিনি। সিরিজ এখন ঢাকা পর্ব শেষ করে চলে গেছে চট্টগ্রামে। শনিবার পুরো দল চট্টগ্রামে চলে গেলেও দলের সাথে আসেননি বিশ্বসেরা অলরাউন্ডার।
ব্যক্তিগত কাজ শেষ করে আজ রোববার (৫ মার্চ) সকাল নয়টায় চট্টগ্রামে পৌঁছান সাকিব। এক ঘণ্টা পর সকাল দশটায় দলের সঙ্গে যোগ দেন অনুশীলনে।
তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ থাকে রেখেই সিরিজ জয় করেছে ইংল্যান্ড। এবার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল দুপুর ১২টায়। তার ঠিক দুই দিন পর ৯ মার্চ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।