সাকিবকে নাম ধরে ডাকলেন তামিম
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ঢাকা পর্ব শেষ করে খেলা চলে গেছে চট্টগ্রামে। গতকাল শনিবার সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ দলের সব ক্রিকেটার। ব্যক্তিগত ব্যস্ততা কারনে একদিন পর আজ সকালে পৌঁছেছেন দলের মধ্যমনি সাকিব আল হাসান।
সকাল ৯ টায় চট্টগ্রামে পৌছে ১০ টায় অনুশীলনে চলে যান সাকিব। আর অনুশীলনে যাবার পর বন্ধু তামিমের ডাক ‘সাকিব! এই সাকিব!’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার এভাবেই করছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। তামিমের পাশে তখন দাঁড়িয়ে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কিউরেটর প্রভিন হিঙ্গানিকার ও জাহিদ রেজা।
সবাই মিলে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেকে সামনে রেখে তৈরি উইকেট পরখ করছিলেন। একজন-আরেকজনের আলোচনা করছিলেন। সেই আলোচনায় সাকিবকে অংশ নেওয়ার জন্যই এভাবে ডাকছিলেন তামিম।
বিশ্বসেরা অলরাউন্ডার তখন ব্যস্ত ছিলেন হাতের ফুটবল নিয়ে। তামিমের ডাক তাঁর কানে পৌঁছায়নি সাকিবের। তামিমও সেটি বুঝতে পেরে আরও একবার চেঁচিয়ে উঠলেন, ‘সাকিব! এই সাকিব!’