রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উখিয়ার ১০ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে এরইমধ্যে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে।
রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে ক্যাম্পের ‘ডি’ ব্লকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আপাতত কিছু বলা যাচ্ছে না।