আর্কাইভ থেকে ক্রিকেট

পাপনের কথায় কান পাততে চান না ডোমিঙ্গো

স্কটল্যান্ডের কাছে হারের পর পরাজয় অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষোভ ঝেরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি পরাজয়ের  দায় দিয়েছেন তিন সিনিয়র ক্রিকেটারকে। তবে বিসিবি সভাপতির কথা কানে নিতে চান না বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। এই মুহুর্তে দলের বাইরে কারো কথায় মনোযোগ দেবার ইচ্ছে নেই তার। 

১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে তিন সিনিয়র করেন ৮৬ বলে ৮১ রান। এই ধীরগতির ব্যাটিংকেই পরাজয়ের পেছনে দায়ী করেছেন পাপন। তবে সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ পাশে পাচ্ছেন ডোমিঙ্গোকে। এদের উপর এখনো পূর্ণ আস্থা রাখছেন প্রোটিয়া বংশোদ্ভূত এই কোচ। 

ওমান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ডোমিঙ্গো বলেন, 'আমি এখানে প্রেসিডেন্টকে নিয়ে কথা বলতে আসিনি। সবারই নিজের মতামত দেয়ার অধিকার আছে। আমার দিক থেকে, আমি আমার ক্রিকেটারদের সমালোচনা করব না। ওদের ওপর পূর্ণ বিশ্বাস আছে আমার, পুরো আস্থা আছে।'

'দলের বাইরের যা কিছু, আমার কাছে তা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমার মনোযোগ পুরোপুরি আমার দলের ওপর এবং এটা নিশ্চিত করায় যে আমরা শতভাগ ওদের পাশে আছি যেন ওরা দারুণ পারফরম্যান্স দেখাতে পারে।'- টাইগার কোচ যোগ করেন।

অপেক্ষাকৃত দূর্বল স্কটিশদের কাছে হারলেও শিষ্যদের বিশ্বমানের বলে দাবি করছেন ডোমিঙ্গো। সময় হলেই তারা দলের হয়ে পারফরম্যান্স করবেন বলে আশাবাদ টাইগার কোচের। 

তিনি বলেন, 'ওদের কখনোই বোঝা বলা যাবে না। ওরা বিশ্বমানের। ওরা নিজেরাও জানে, যে পর্যায়ে খেলতে তারা অভ্যস্ত, এই ম্যাচে তা খেলতে পারেনি। তবে বাংলাদেশের জন্য ওরা চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন করার কোনো কারণই আমার কাছে নেই।'

পুরোপুরি ফিট না হয়েই প্রথম ম্যাচে খেলেছেন মাহমুদউল্লাহ। চোট থাকায় খেলেননি দুই প্রস্তুতি ম্যাচ। সেই ঘাটতিই ভুগিয়েছে টাইগার অধিনায়ককে- মত ডোমিঙ্গোর, 'কিছুদিন আগেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে রিয়াদ। প্রস্তুতি ম্যাচ না খেলায় হয়তো তার অস্বস্তি ছিল। কিন্তু তার মান নিয়ে প্রশ্ন কখনোই তুলব না। ওদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স এই এলো বলে।' 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন