ইমরানের বক্তব্য সম্প্রচার করা যাবে না টিভিতে
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাইভ বা রেকর্ড করা বক্তব্য সব স্যাটেলাইট টিভি চ্যানেলে সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
স্থানীয় সময় রোববার (৫ মার্চ) পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রিগুলেটরি অথরিটি (পিইএমআরএ) এ নিষেধাজ্ঞা দেয় বলে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে।
পিইএমআরএর এক আদেশে বলা হয়, লক্ষ করা যাচ্ছে যে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার বক্তব্য বা বিবৃতিতে ক্রমাগত ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বিবৃতির মাধ্যমে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন।
আদেশে আরও বলা হয়, বিদ্বেষী, অপমানজনক ও অযৌক্তিক বক্তব্য প্রচার সংবিধানের ১৯ অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থি।
সংবাদমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ইমরানের বিদ্বেষী বক্তব্য যথার্থ যাচাই-বাছাই না করে টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে, যা পিইএমআরএ আইন ও সুপ্রিম কোর্টের রায়ের লঙ্ঘন।
আদেশে আরও বলা হয়, সব ধরনের স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরানের বক্তব্য বা সংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের আলাপ রেকর্ড বা লাইভ আকারে সম্প্রচার বা পুনঃপ্রচার করা যাবে না। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে ।
আদেশ অমান্যে টিভি চ্যানেলগুলোর লাইসেন্স স্থগিত হবে বলেও হুঁশিয়ার করে দেয় পাকিস্তানের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।