নয়াপল্টনে যুবদলের সমাবেশ আজ
খালেদা জিয়াসহ বিএনপির গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।
সোমবার (৬ মার্চ) দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
যুবদলের সহদফতর সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা বলা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালু ও যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীনসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এ সমাবেশ হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সমাবেশের জন্য ইতোমধ্যে মাইক ব্যবহারসহ সার্বিক সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে (ডিএমপি) চিঠি দিয়েছে সংগঠনটি।
যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন গণমাধ্যমকে জানান, সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের সমাবেশ হবে।