আর্কাইভ থেকে আওয়ামী লীগ

গণতন্ত্রে ব্যাকডোরে আলোচনা হয় না: কাদের

গণতন্ত্রে ব্যাকডোরে কোনো আলোচনা হয় না। যা হয় প্রকাশ্যে। দরকার হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, আসুন আলোচনায় বসি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আলোচনার তো কোনো সম্ভাবনা দেখছি না। নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট নতুন নয়। এ ধরনের কালো মেঘ অনুভূত হয়, তা আবার কেটেও যায়। এ মুহূর্তে বলা যাবে না, কখন কী হয়। তবে নির্বাচন সামনে রেখে বর্তমান সংকট কেটে যাবে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন যত গর্জে বাস্তবে তত বর্ষে না। নিঃশব্দ মানববন্ধন করছে তারা। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্তি নেই। এমন কী তাদের নিজেদের নেতাকর্মীদের অংশগ্রহণ কমে গেছে।

ওবায়দুল কাদের বলেন, অর্থনৈতিক সংকট আছে, এটা আসলে চ্যালেঞ্জর ব্যাপার। কারণ, ইউক্রেন যুদ্ধ রাসায়নিক যুদ্ধ, অচিরেই চলে যাবে এই লক্ষণ নেই। এই যুদ্ধে পশ্চিমা দেশগুলোর বেশিরভাগেরই নিষেধাজ্ঞা এখনো চলছে। এর ফলে সারাবিশ্বে একটি সংকট এসেছে। দাম বেড়ে গেছে।

সেতুমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আছি জনস্বার্থে। জনগণের জান-মাল রক্ষার আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরা অবশ্যই পালন করব।

https://youtu.be/8NVWVmH9v1k

এ সম্পর্কিত আরও পড়ুন