আর্কাইভ থেকে বাংলাদেশ

সাকিবের অলরাউন্ড নৈপুন্যে বাংলাদেশের জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে হলে ওমানের বিরুদ্ধে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমনই জটিল সমীকরণে খেলতে নেমে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে ওমানকে ২৬ রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। এতে করে বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার রেসে টিকে রইলো টাইগাররা।

বাংলাদেশের দেয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে ওমান। তবে বাংলাদেশি বোলারদের একের পর এক আঘাতে তা ধরে রাখতে পারেনি। সাইফউদ্দিন, সাকিব আল হাসান এবং শেখ মেহেদী হাসানের বোলিংয়ে পুরোপুরি পাল্টে যায় ম্যাচ। ওমানের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রন চলে আসে বাংলাদেশের হাতে। 

এর আগে আল আমেরাতের ওমান ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। সৌম্যর বদলি হিসেবে নাঈম শেখকে নামানো হয়। ইনিংসের গোড়া পত্তন করতে নেমে এদিনও ব্যর্থ লিটন দাস। ছয় রানে ফেরেন এ ওপেনার। শেষ দশ ম্যাচের ৭টিতেই দু'অঙ্কের কোটা ছুঁতে ব্যর্থ লিটন। মেহেদী হাসানও আউট হন শূন্য রানে। 

এরপর সাকিব-নাঈমের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাকিব ২৯ বলে ৪২ রানে কাটা পড়লে ভাঙ্গে ৮০ রানের জুটি। ৬৪ রানে নাঈমের বিদায়ের পর আর কেউই বড় স্কোর করতে পারেননি। শেষ দিকে ৫২ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৫৩ রানে অল আউট হয় বাংলাদেশ। তিনটি করে উইকেট নিয়েছেন বিলাল খান ও ফয়েজ বাট।

ব্যাটে-বলে দারুণ পারফর্মেন্সের সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার যায় সাকিব আল হাসানের হাতে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন