আর্কাইভ থেকে বাংলাদেশ

নোয়াখালীতে শিশু চুরি করলেন ভাড়াটে

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক ভাড়াটের বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ উঠেছে। বিবি মরিয়ম (২) নামের একটি শিশু, চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল হাসপাতাল-সংলগ্ন খুরশিদের বাড়ি থেকে চুরি হয়েছে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

চুরি হওয়া শিশু লক্ষ্মীপুর জেলার নাহারখালী ইউনিয়নের ৭ নং চাঁদখালী গ্রামের রাকিবুল ইসলাম ও রোমানা বেগমের দম্পতির দ্বিতীয় সন্তান। এ ঘটনায় রাকিবুল ইসলাম মঙ্গলবার রাত ১০টার দিকে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া শিশুর বাবা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খুরশিদ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।  পেশায় একজন রিকশাচালক।

৭ দিন আগে এক নারী তার পাশেই একটি বাসা ভাড়া নেন।  মঙ্গলবার সকালে তার স্ত্রী পারিবারিক কিছু কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে অজ্ঞাতপরিচয় ওই নারী তার শিশুকন্যাকে চুরি করে পালিয়ে যান।

রাকিবুল ইসলাম জানান, রিকশা চালিয়ে সংসার চালাই আমি আর আমার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে। আমি সকালে রিকশা নিয়ে বের হয়েছি। আমার স্ত্রী কাজে যাওয়ার সময় ওই নারী আমার শিশুকে আদর করবে বলে রেখে দেয়। আমার স্ত্রী কাজ শেষ করে এসে দেখে ওই ভাড়াটিয়া পালিয়ে গেছে। 

শিশুটির মা রোমানা বেগম বলেন, আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া ভাড়াটিয়া নারীটি তার স্বামীকে নিয়ে থাকতেন। তবে তার স্বামীকে আমরা কেউ কোনো দিন দেখিনি। তাকে তার স্বামীর কথা জানতে চাইলে বলতেন, শ্বশুরবাড়ির লোকজন খারাপ ব্যবহার করে। তাই স্বামীকে নিয়ে এখানে ভাড়া থাকি। তার স্বামী কাজ করে রাতে বাসায় ফিরেন বলেই কেউ দেখেন না বলে জানিয়েছে পালিয়ে যাওয়া ভাড়াটিয়া। 

এদিকে বাড়ির মালিক মুদি দোকানি মো. খুরশিদ বলেন,আমার মুঠোফোনে বাসা ভাড়ার জন্য সাত দিন আগে ওই নারী ফোন দেন। আমি তাকে বাসার চাবি দেওয়ার সময় কাগজপত্র দিতে বলেছি। তিনি আমাকে দেবেন বলেছেন। কিন্তু কাগজপত্র না পাওয়ায় তার বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, অভিযোগটি করা হয়েছে, আমরা সেটি নিয়ে অনুসন্ধান করছি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। 

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন