সাকিবের মতো ক্রিকেটার দলের জন্য আশীর্বাদ: তামিম
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আর টাইগারদের এই জয়ের নায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাইতো ম্যাচে জয় পেয়ে হোয়াইট ওয়াশ এড়িয়ে সাকিবের বন্দনায় মাতলেন অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ওয়ানডে অধিনায়ক বললেন সাকিবের মতো ক্রিকেটার থাকা যেকোন দলে থাকা জন্য আশীর্বাদ। তিনি বলেন, 'সে মানসিকভাবে খুবই শক্তিশালী। এর আগেও সে এমন পারফরম্যান্স করেছে,এটা নতুন নয়। আর তার মতো ক্রিকেটার থাকা যেকোনো দলের জন্য আশীর্বাদ। তার স্কিল সেটই আলাদা, যে কিনা ১০ ওভার বোলিং করবে আবার ব্যাটিংও করবে। এমন ক্রিকেটার খুব বেশি খুঁজে পাবেন না।'
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারানোর দিন সাকিবের ব্যাট থেকে এসেছে ৭১ বলে ৭৫ রান, বোলিংয়ে শিকার করেছেন ৪ উইকেট। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে নিনেল ৩০০ উইকেট।