আর্কাইভ থেকে ফুটবল

চলতি মৌসুমে আর মাঠে নামবেন না নেইমার

ইঞ্জুরির কারণে চলতি মৌসুমে আর মাঠেই নামা হবে না পিএসজির হয়ে খেলা ব্রাজিলিয়া সুপারস্টার নেইমার জুনিয়রের। পিসজির তথ্য মতে নেইমারে ডান পায়ের অ্যাঙ্কেলে লিগামেন্ট ঠিক করতে অস্ত্রোপচার করাতে হবে। অন্তত তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ানকে। অর্থাৎ, চলতি মৌসুমে নেইমারকে আর মাঠেই দেখা যাবে না।

কাতার বিশ্বকাপ চলাকালীন অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন নেইমার। এরপর গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে পিএসজির জয়ের আবারও সেই অ্যাঙ্কেলই আঘাত পান। পিএসজির মেডিকেল স্টাফ নেইমারকে পরামর্শ দিয়েছে, বারবার অ্যাঙ্কেলের চোট এড়াতে অস্ত্রোপচারই সমাধান।

ফরাসি ক্লাবটির এক বিবৃতিতে জানানো, ‘বিশেষজ্ঞরা সবকিছু ভালোভাবে পর্যালোচনার পর নেইমারের অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে দোহায় অস্ত্রোপচার সম্পন্ন হবে। তিন থেকে চার মাস পর তিনি দলীয় অনুশীলনে যোগ দিতে পারেন তিনি।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন