আর্কাইভ থেকে বাংলাদেশ

নোয়াখালীতে হামলার ঘটনায় ফুটেজ দেখে ৩ জনকে গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে মো. ইলিয়াস (৩৫), ৭নং একলাশপুর ইউনিয়নের আবুল বাসারের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও একই ইউনিয়নের মৃত আবদুল মমিনের ছেলে খলিলুর রহমান (৫৫)। খলিলুর রহমান মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি।  

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বুধবার ২০ আক্টোবর এ বিষয়ে নিশ্চিত করেন। 

তিনি জানান, চৌমুহনীর পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন এই তিন হামলাকারীকে বিচারিক আদালতের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন