আর্কাইভ থেকে ফুটবল

যারা কথা বলবে তাদের কাছে মেসির চেয়ে এমবাপ্পে ভালো, ব্যস ক্লাসরুম শান্ত

শিক্ষকদের জন্য সব থেকে কঠিন একটি কাজ ক্লাস রুমে বাচ্চাদের সামলানো। ক্লাস রুমের পরিবেশ ঠান্ডা করতে শিক্ষকদের নানা রকম কৌশল অবলম্বন করতে হয়! তবু কাজ হতে চায় না সবসময়। তবে আর্জেন্টিনার একটি স্কুলের এক নারী শিক্ষক এমন এক পথ অবলম্বন করলেন, যা নজর কারলো পুরো ফুটবল বিশ্বের। কি এমন বললো সেই শিক্ষিকা স্রেফ একটা কথাতেই ক্লাসে নেমে আসলো পিনপতন নীরবতা।

আর্জেন্টিনার এক স্কুলের শিক্ষক মার্গারিটা ক্লাসে ঢুকে বাচ্চাদের কোনোভাবেই সামাল দিতে পারছিলেন না। বাচ্চাদের কোলাহলের কারণে ক্লাস তাঁর নিয়ন্ত্রণে ছিল না। এরপর সেই শিক্ষক বাচ্চাদের বলেন, ‘যারা চুপ করবে না, তাদের কাছে মেসির চেয়ে এমবাপ্পে ভালো।’ ব্যস, সঙ্গে সঙ্গে ক্লাসরুম হয়ে যায় একদম নীরব।

মার্গারিটা নিজের টিকটকে ভিডিওটি ছাড়েন। এরপর তা ভাইরাল হতে সময় লাগেনি। সেই শিক্ষক যে স্কুলে চাকরি করেন, সেখানে তাঁর নিজের ক্লাসরুমে এ ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা গেছে, বাচ্চাদের কয়েক সেকেন্ডের মধ্যে চুপ করে যাওয়া দেখে শিক্ষক নিজেই অবাক হয়েছেন। পরে বলেছেন, বড়জোর ১০ সেকেন্ড সময় লেগেছে (চুপ করতে)। অসাধারণ লেগেছে। এটাই সর্বকালের সেরা ফুটবলারের ক্ষমতা।

অনেকেই সেই শিক্ষককে অভিবাদন জানিয়েছেন। কেউ কেউ মজাও করেছেন। ভিডিওটির মন্তব্যে লিখেছেন, আমি এখনও চুপ করে আছি। কথা বলিনি।

 

How an Argentine school teacher silences her class:

"The person who keeps talking prefers Mbappé over Messi."

Teacher of the Year Award. 🏆🇦🇷

pic.twitter.com/AUF88Q9VMI

— Barstool Football (@StoolFootball) March 6, 2023

জাতি হিসেবে আর্জেন্টাইনরা ফুটবলপাগল। গত বছরের শেষ মাসে কাতার বিশ্বকাপ ঘরে তুলেছে দেশটি। সদ্য বিশ্বকাপ জয়ের আর্জেন্টাইনদের হিরো লিওনেল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিনের তথ্য মতে, দেশটির খুদে শিক্ষার্থীরা শুধু মেসিদের জাতীয় দলের জার্সি পরছে এমনটি নয়।পাশাপাশি খেলোয়াড়ের  ছবিসংবলিত নোটবই, পেনসিল, ব্যাগ ব্যবহার করছে। মেসিদের প্রতি বাচ্চাদের এতো বেশি টান যে, ‘ বাচ্চারা ফুটবলারদের সঙ্গে ভালোবাসা না দেখিয়ে অপরাধবোধে ভুগতে চায় না।’

এ সম্পর্কিত আরও পড়ুন