আর্কাইভ থেকে ফুটবল

বার্সেলোনায় মেসির ফেরা নিয়ে কি বললেন লাপোর্তা!

চলতি মৌসুমে জুনে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছে ফরাসি ক্লাবটি মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়। তবে চুক্তির অগ্রগতি শূন্যই বলা যায়।

অন্যদিকে গুঞ্জন রটেছিল, পুরনো ন্যু-ক্যাম্পেই ফিরতে পারেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সম্প্রতি বার্সেলোনা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন মেসির বাবা হোর্হে মেসি। আর বার্সার সভাপতি জুয়ান লাপোর্তাও তা স্বীকার করেছেন।

এদিকে মেসির বাবা সঙ্গে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন বার্সা সভাপতি। তবে লাপোর্তার সঙ্গে জুনে দলবদলে মেসির বার্সায় ফেরা-না ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্রীষ্মকালীন দলবদলে ৭ বারের ব্যালন জয়ী তারকার পুরোনো ঠিকানাতে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন স্প্যানিশ ক্লাবটির সভাপতি।

লাপোর্তো জানিয়েছেন, হোর্হে মেসির সঙ্গে আমি দেখা করেছি। মেসি এখন পিএসজিতে আছেন; তিনি (মেসি) ফিরতে পারবেন কি না, তা নিয়ে কথা বলতে চাই না। তবে সম্ভাবনা থাকছে।

আর্জেন্টাইন তারকার বার্সা ছাড়ার বিষয়ে তার (লাপোর্তো) দাবি, মেসি ও ক্লাবের মধ্যে ক্লাবকেই বেছে নিয়েছি আমি।

তিনি জানান, তখন ক্লাবের জন্যই আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, এর জন্য আমি এখনও দুঃখবোধ করি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন