আন্তর্জাতিক নারী দিবসে যে বার্তা দিলেন সাকিব
আজ ৮ মার্চ অনান্য দেশের মতো বাংলাদেশেও ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’- এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পালন হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে বার্তা দিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব লিখেছেন, ‘আসুন উদযাপন করি নারী দিবস এবং নিশ্চিত করি নারীদের সমান এবং বিশেষাধিকার, তার পাশাপাশি পুরুষ হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে, কোন নারী যেন সমান অধিকার ও সুসম্মান থেকে বঞ্চিত না হয়।’ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর আগামীকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য বর্তমানে চট্টগ্রামে জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন সাকিব।