মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাসমাবেশ অনুষ্ঠিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মহাসমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় এর মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা আয়োজিত এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।
তিনি বলেন, মাদক কারবারিরা বেপরোয়া হয়ে গেছে। পুলিশ মাদক কারবারিদের ধরে না, মামলাও নেয় না।
অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রায় দুই হাজার ছাত্রছাত্রীকে মাদক গ্রহণ না করার জন্য শপথ বাক্য পাঠ করান।
এ সময় অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা, দীপক কুমার সুর উপস্থিত ছিলেন।
মহাসমাবেশের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক বাহাউদ্দিন।