হাসান মাহমুদের বলে ফিরলেন গলার কাঁটা বাটলার
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেছে ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও ফিলপ সল্ট।
সেই ঝড়ে আঘাত হানেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। দশম ওভারের শেষ বলে ৩৮ করা ফিলিপ সল্টকে ফিয়েছেন তিনি। সল্টের আউটের পর ক্রিজে আসা ডেভিড মালান টিকতে পারেননি বেশিক্ষণ। টাইগার অধিনায়ক সাকিবের বলে মাত্র ৪ রান করে ফিরে যান তিনি।
পর পর দুই উইকেট পরে গেলেও ব্যাট হাতে অবিচল ছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে অর্ধশতক তুলে ব্যক্তিগত ৬৭ রানে হাসান মাহমুদের শিকার হন তিনি। এর আগে ২০ রান করে মুস্তাফিজের বলে বোল্ট হন বেন ডকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ক্রিজে আছে মঈন আলী ও সেম কারান।