জয়ের পথ সহজ করে ফিরলেন হৃদয়-শান্ত
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১৫৬ রানের বিপক্ষে খেলতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশের দুই ওপেনার রনি তালুকদার ও লিটন কুমার দাশ। তবে ৩৩ রানের মাথায় ভেঙ্গে যায় সেই জুটি।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। ৩০ বলে ৮ টি বাউন্ডারিতে ৫১ রানের ঝড় তুলে দলের জয়ের পথ সহজ করে দেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় ২৪ রানের ইনিংস খেলেন হৃদয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দরকার ২৩ বলে ১৮ রান। ক্রিজে ব্যাট চালাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান।