সুলতান’স ডাইন নিয়ে ওমর সানীর স্ট্যাটাস
রাজধানীর সুলতান’স ডাইন নামের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসের বদলে অন্য প্রাণীর মাংস দেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে
এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। বৃহস্পতিবার মধ্যরাতে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তা হুবহু তুলে দেয়া হলো-
সুলতান ডাইন,
একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল কুকুরের মাংস তারা ব্যবহার করছে।
সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে আমার কোন পরিচয় নেই আমি কখনো যাই নি। কিন্তু তাদের খাবার খেয়েছি।
এটুকু বলতে পারি একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারেনা।
আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান ডাইন।
এই ধরনের হেনস্থাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার।
আমি কারো সাপোর্ট করবো না সত্যের পক্ষে আছি মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।