আর্কাইভ থেকে বাংলাদেশ

বিএনপির আমলে দেশে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি : রিজভী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে দেশে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। বেগম খালেদা জিয়ার আমলেও দেশে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখন এই শান্তি কারা নষ্ট করছে? আজকে শেখ হাসিনার আমলে সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনতে হয়। তাহলে নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য রয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এখন সাম্প্রদায়িক হামলার ঘটনা ধীরে ধীরে গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপের মতো বেরিয়ে আসছে। হাজীগঞ্জে যাদের সংঘাত করতে দেখা গেছে, তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। আওয়ামী লীগই এ সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করছে বলে আমরা ধারণা করছি।

তিনি বলেন, আপনাদের সোনার ছেলেরা তারা এই সংঘাতের সঙ্গে জড়িত এটা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। অথচ যুবদল-ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করছেন কেন? বিএনপি নেতাকর্মীরা কি ওই স্পটে ছিলেন?

রিজভী বলেন, তারা তাদের ষড়যন্ত্রের নীলনকশার মাধ্যমে এ কাজটি করছে। কারণ তাদের ব্যর্থতা এত বেশি যে তা আড়াল করতে হয়। সেই ব্যর্থতা আড়াল করার জন্যই তারা এ কাজগুলো করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন