পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় আরও তিন মামলা, গ্রেপ্তার ১৭৩
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ১৬টি। এসব মামলায় গেলো ২৪ ঘণ্টায় আরও আটজনসহ মোট ১৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চগড়ের বোদা ও সদর থানায় করা মামলাগুলোতে নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে।
আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ ও র্যাবের অভিযান চলমান রয়েছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নাশকতায় অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না। আজ জুমার নামাজের পর নতুন করে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য সকাল থেকেই কাদিয়ানি সম্প্রদায়ের আবাসস্থলসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কাদিয়ানিদের দুটি মসজিদের আশপাশে পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে ।
এদিকে, গত ৩ মার্চের ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো জেলাজুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র্যাব ও বিজিবি। তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
অন্যদিকে, পঞ্চগড়ের আহমেদীয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নতুর করে সহিংসতা এড়াতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও র্যাব। শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে তারা। এদিকে যে কোন দুর্ঘটনার পাশাপাশি অগ্নিকাণ্ড এড়াতে অবস্থান নিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রসঙ্গত, গেলো শুক্রবার, শনিবার (৩ ও ৪ মার্চ) পঞ্চগড়ের আহমেদীয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই জন নিহত হয়।