আর্কাইভ থেকে ক্রিকেট

চলে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্সের মা  

মারা গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের মা। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের ২য় টেস্ট খেলেই দেশে ফিরে গিয়েছিলেন কামিন্স। অফিসিয়ালি জানানো হয়েছিল যে, পারিবারিক কোনো সমস্যার কারণে দেশে ফিরছেন এই অজি অধিনায়ক।

কিন্তু তার মধ্যেই অস্ট্রেলিয়া থেকে এলো খারাপ সংবাদ। কামিন্সের মা মারিয়া কামিন্স শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

দুঃখজনক এই ঘটনাটি সামনে আসার পর গোটা ক্রিকেট বিশ্ব কামিন্সকে সহানুভূতি জানাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া  কামিন্স ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছে, ‘প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্সের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে শোকাহত। প্যাট ও তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা আমাদের পক্ষ থেকে সমবেদনা। আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া দল শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন