আর্কাইভ থেকে বলিউড

‘পাঠান’ এর সাফল্যের পর শাহরুখ ব্যস্ত ‘জওয়ান’ নিয়ে

‘পাঠান’ এর সাফল্যের পর বলিউড কিং এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘জওয়ান’-এর শ্যুটিংয়ে। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবির শুটিং চলছে বেশ কয়েক মাস ধরে। ছবির পোস্টার আগেই সামনে এসেছিল। এবার ফাঁস হয়ে গেল শুটিং ফ্লোরের ছবি।

দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে নিজের কর্মজীবনের প্রথম সর্বভারতীয় ছবি করছেন শাহরুখ খান। একটা লম্বা সময় রোম্যান্টিক নায়ক হিসেবেই দর্শক দেখেছেন শাহরুখকে। সেই একঘেয়েমি কাটল ‘পাঠান’ ছবিতে। একেবারে অ্যাকশন হিরো হয়ে সামনে এলেন শাহরুখ। সেই ধারাই বজায় থাকছে এ ছবিতে। ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে শাহরুখকে ‘জওয়ান’ ছবিতেও।

জাওয়ান-

সম্প্রতি প্রকাশ্যে এসেছে জওয়ানের শুটিং-এর দৃশ্য। চোখে মুখে ক্ষতের দাগ, ছেঁড়া জিন্স, ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট ‘পাঠান’ পর ফের অ্যাকশন ছবি শাহরুখ তা প্রায় নিশ্চিত।

অভিনেতার এ ছোট ক্লিপ দেখে রীতিমতো উত্তেজিত শাহরুখ অনুরাগীরা। তাদের একটাই কথা এ ছবি ফের নজির গড়বে। তবে কপিরাইট অ্যাক্টের বিধি ভঙ্গ করায় সমাজমাধ্যম থেকে সরিয়ে দেয়া হয় সেই অংশ।

জাওয়ান

জানা গেছে, এ ছবিতে নাকি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা। এ ছাড়াও ‘জওয়ান’ ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সানিয়া মলহোত্র, বিজয় সেতুপতি, ঋদ্ধি ডোগরা। চলতি বছরের ২ জুন মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

এ সম্পর্কিত আরও পড়ুন