রাজশাহীতে বিএনপির মানববন্ধন
দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে প্রতিবাদসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মহানগর বিএনপি।
শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান আলী মিয়া।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ, মহানগর যুবদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফজ্জল হোসেনসহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।