আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আরও ৮

আহমেদীয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসাকে কেন্দ্র করে পঞ্চগড়ে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত দুই থানায় পৃথকভাবে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাড়ালো ১৮১ জন। এসব মামলায় নামসহ অজ্ঞাতনামা ১১ থেকে ১২ হাজার আসামি করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা।

তিনি বলেন, পুলিশ ও র‌্যাবের অভিযান চলমান রয়েছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোন সাধারণ নীরিহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না। জেলা শহরে ও কাদিয়ানী সম্প্রদায়ের আবাসস্থলের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গেলো শুক্রবার, শনিবার (৩ ও ৪ মার্চ) পঞ্চগড়ের আহমেদীয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা,লুটপাট  ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই জন নিহত হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন