বিএনপি ক্ষমতায় থাকার মানেই অত্যাচার নির্যাতন : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের উন্নয়নে কাজ করে। বিএনপি-জামায়াত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছিল। বিএনপি ক্ষমতায় থাকার মানেই অত্যাচার নির্যাতন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১১ মার্চ) ময়মনসিংহের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের সম্পদ দখল করে। আওয়ামী লীগ ভুমিহীন ও গৃহহীনদের বাড়ি করে দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি, তখনও ২৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রেখে গেছি। ২০০১ সালে আসলো লুটেরা একদল, সন্ত্রাসীর দল বিএনপি। তারা আবার বাংলাদেশকে খাদ্যে ঘাটতির দেশে পরিণত করে। ২০০৯ সালে আবার যখন সরকার গঠন করি, তখন দেখি আবার সেই ২৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আল্লাহর রহমতে দেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। ২১ লাখ মেট্রিক টন খাদ্য এখন মজুত আছে।
তিনি বলেন, দেশে কেউ গৃহহীন থাকবে না। আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে।
এর আগে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।
এর আগে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।