আর্কাইভ থেকে ক্রিকেট

অস্ট্রেলিয়াকে ১১৯ রানের টার্গেট দিলো দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আবু ধাবিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া। 

জশ হ্যাজেলউডের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ২৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। টস হেরে ফিল্ডিং নিয়ে যে অস্ট্রেলিয়া ভুল করেনি, তা প্রমাণ করেছে পুরো ইনিংস জুড়ে।

২৩ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা দক্ষিণ আফ্রিকা সামলে নিতে পারেনি। উইকেট বাঁচাতে গিয়ে রানের গতি কমে যায়। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর ৫৯ রান। এইডেন মার্করাম হাল ধরেছিলেন। কিন্তু ১৪তম ওভারে জোড়া উইকেট হারিয়ে একশ রানের মধ্যেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল।

তা হয়নি। টুকটাক ব্যাটিংয়ে একশ ছাড়ায় প্রোটিয়ারা। দল তিন অঙ্কের ঘরে পৌঁছানোর ২ রান আগেই মাঠ ছাড়েন মার্করাম। ৩৬ বলে ইনিংস সেরা ৪০ রান করেন তিনি।

কাগিসো রাবাদার ব্যাটে দল বিশ্বকাপের সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ায়। ২৩ বলে দলের দ্বিতীয় সেরা ২০ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান টেম্বা বাভুমা (১২), হেনরিখ ক্লাসেন (১৩) ও ডেভিড মিলার (১৬)।

দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন